খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬: ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নিখোঁজ হাসান খালেদের লাশ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে বুড়িগঙ্গা নদীর সাইনবোর্ড ঘাট থেকে লাশটি উদ্ধার হয় বলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. ফেরদৌস হাসান জানিয়েছেন।
তিনি বলেন, সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে নিহতের ছোট ভাই মুরাদ হাসান নিহতের লাশ শনাক্ত করেন।
ফেরদৌস হাসান বলেন, সকালে লাশটি পাওয়ার পর পকেটে থাকা ভিজিটিং কার্ড থেকে ধারণা করা হয় এটি হাসান খালেদের লাশ। নিশ্চিত হওয়ার জন্য তার পরিবারকে খবর দেওয়া হয়। পরে তার ভাই ও সহকর্মীরা থানায় এসে তার পরিচয় নিশ্চিত করেন।
গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন ডিবিসিসিআই সভাপতি ও ব্যবসায়ী মো. হাসান খালেদ। রোববার রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার শ্যালক শরিফুল আলম।