খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬: রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ যৌথ বাহিনীর অভিযানে আটক হাসানের পরিচয় পাওয়া গেছে। তার প্রকৃত নাম রাকিবুল হাসান ওরফে রিগ্যান। তার বাড়ি বগুড়া শহরের জামিলনগর এলাকায়।
রেটিনা কোচিং সেন্টারে ভর্তির কথা বলে ঢাকায় এসে গত এক বছর ধরে নিখোঁজ ছিলেন তিনি।
কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ যৌথ বাহিনীর অভিযানের পর মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের জামিলনগর এলাকায় হাসানের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য তার মা ও রোকেয়া আক্তারকে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোকেয়া আক্তার তার ছেলে সম্পর্কে এসব তথ্য জানান।
রোকেয়া আক্তার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স। হাসানের বাবা রেজাউল করিম কয়েক বছর আগে মারা গেছেন।
তার মায়ের ভাষ্য, রকিবুল হাসান ২০১৩ সালে বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে। পরে ২০১৫ সালে সরকারি শাহ সুলতান কলেজ থেকে তিনি এইচএসসি পাস করেন। এরপর মেডিকেল কলেজে ভর্তির জন্য বগুড়া শহরে রেটিনা কোচিং সেন্টারে তাকে ভর্তি করা হয়।
পরে কোচিং সেন্টারটির ঢাকার শাখায় ভর্তি হবে বলে গত বছরের ২৬ জুলাই বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার ছেলে নিখোঁজ হয় দাবি করেন রোকেয়া আক্তার জানান, বগুড়া সদর থানায় তখনই তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ছেলের সঙ্গে গত এক বছর ধরে কোনো যোগাযোগ নেই বলেও দাবি করেন তিনি।
প্রতিবেশীরা জানিয়েছেন, রকিবুল হাসান খুবই বিনয়ী ও ধার্মীক ছিলেন। তারা চিন্তাও করতে পারেন না এ ছেলে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত।