Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬: দুবাই ওপেন দাবায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের খুদে দাবাড়ু ফাহাদ রহমান। আজ মঙ্গলবার শেষ রাউন্ডের খেলায় দুবাইয়ের আল হোসনি ওমরানকে হারিয়ে অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে এই বাংলাদেশি ফিদে মাস্টার।
নয় ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে ফাহাদ এই শিরোপ জিতেছে। যাতে সাত জয় এবং দুটি ড্র। ফাহাদ এই আসরে অপরাজিত ছিল।
গতকাল সোমবার ইউক্রেনের ফিদে মাস্টার মেটভিসেন ভিক্টরের সঙ্গে ড্র করে ফাহাদ মূলত এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা জাগিয়ে তোলে। আজকের জয়ে শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত করে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার।
চ্যাম্পিয়ন হওয়ায় অর্থ পুরস্কার হিসেবে ফাহাদ পাচ্ছে দুই হাজার মার্কিন ডলার ও একটি সোনার পদক।
১৩টি দেশের ১১ জন খুদে দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নেয়।