খোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া মনে করেন, জঙ্গি দমনে উন্নত বিশ্বের চেয়ে বেশি সফলতা বাংলাদেশের। তিনি বলেছেন, জঙ্গিবাদ দমনে উন্নত বিশ্ব বহু অর্থ ব্যয় করেও যা করতে পারছে না, বাংলাদেশের পুলিশ সীমিত সম্পদ নিয়ে তার চেয়ে বেশি সাফল্য দেখাচ্ছে।
বুধবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী’ এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বাংলাদেশ বেতার এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ আইনশৃংখলা সমস্যা নয়, এটি নাগরিক, সামাজিক ও বৈশ্বিক সমস্যা। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদী কার্যক্রম বরদাশত করা হবে না। জঙ্গিদের শেকড় উপড়ে ফেলা হবে।
জঙ্গিবাদ সামাজিকভাবে মোকাবিলা করতে হবে এমন আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন রাখেন, যারা মসজিদে হামলা করে, যারা ঈদের জামায়াতে হামলা করে, তারা কেমন মুসলিম!
জঙ্গিবাদ দমনে পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিবাদ দমনে উন্নত বিশ্ব বহু অর্থ ব্যয় করেও যা করতে পারছে না, বাংলাদেশের পুলিশ সীমিত সম্পদ নিয়ে তার চেয়ে বেশি সাফল্য দেখাচ্ছে।
এসময় জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে যারা পুলিশের সমালোচনা করেন, তাদের কঠোর সমালোচনা করেন ডিএমপি কমিশনার।
মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।