খোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আগামী ২ আগষ্ট জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে জেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলে সচেতনতা সৃষ্টির লক্ষে র্যালী ও সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই মঙ্গলবার বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জাকারিয়া জাকির এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিানহা, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজওয়ান-উর-রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ মোঃ শাহ আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশরাফুল আলম, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, শহর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুস সালেকিন রানা, সাধারন সম্পাদক সোহরাব হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ নুর আলম, শহর শ্রমিকলীগের সভাপতি মোঃ মুন্না, সাধারন সম্পাদক শেখ বাদশা, হাবিপ্রবি ছাত্রলীগ নেতা নাহিদ আহম্মেদ নয়ন, দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আশফিকার সামস, শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম জুয়েল, হারুন-উর-রশিদ রায়হান, ছাত্রলীগ নেতা মাহামুদুল হাসান সিঙ্গেল, ছাত্রলীগ দিপই শাখার সভাপতি ফাইয়াজ, সাধারন সম্পাদক আরমান, ছাত্রলীগ আদর্শ কলেজ শাখার সভাপতি মাসুম শাহ, সাধারন সম্পাদক অমিত হাসান, ছাত্রলীগ টেক্সটাইল ইনস্টিটিউট শাখার আহবায়ক সোহেল প্রমুখ।