খোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: বিএনপি নেত্রী সেলিমা রহমানসহ ৫৯ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচারক আগামী ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ।
গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল, বরকত উল্লাহ বুলু, মীর সরাফত আলী সফু, হাবিবুন্নবী খান সোহেল।
মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, আমান উল্লাহ আমানসহ ২৮ জন জামিনে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালে জানুয়ারি মাসে বিএনপির ডাকে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মতিঝিল থানায় বিএনপির ৮৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।