খোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: মোঃ মোস্তাক আহমেদ মনির, জামালপুর: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জৈষ্ঠ্য ছেলে তারেক রহমানের মুদ্রা পাচার মামলায় আদালত কর্তৃক সাজা হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আরামনগর বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল, দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা প্রমুখ।