Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

SAM_4861 copyখোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: তোফাজ্জল হোসেনঃ-সমন্বয় পরিষদ শহরসেবা নরসিংদীর বার্ষিক সাধারণ সভা ২৭জুলাই সকাল ১০টায় শহর সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মুহাম্মদ আশরাফুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক গোলাম মোস্তফা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান তাপস প্রমুখ।সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কর্মচারী কল্যাণ পরিষদের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আলী,সমন্বয় পরিষদের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লা,নরসিংদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক,পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ পরিচালক এস এম আনোয়ার হোসেন,স্বেচ্ছাসেবী সমন্বয় সংস্থার সভাপতি আবু বাছেদ,রায়পুরা কল্যাণ সমিতির সভাপতি হাজী আব্দুস সাত্তার,মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,মোঃনজরুল ইসলাম,মতিউর রহমান ভুইয়া জাকির,মুন্না মিয়া,ডা.রমজান আলী প্রামানীক,ডা.আবুল হাসেম মোল্লা,শামীম রানা ভুইয়া,আফরোজা সুলতানা,ফাহিমা খানম প্রমুখ।মোঃ আমিনুল হক বাচ্চু এর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় গত ২০১৫-২০১৬ অর্থ বছরের আয়-ব্যয়ের বাজেট পেশ করা হয়।বাজেটে আয় ধরা হয়েছিল ২০,৪৭,৯৭১টাকা এবং ব্যয় ধরা হয়েছিল ১৩,৮৭,৬৯১টাকা,বাজেটে ৬,৬০,২৮০টাকা উদ্ধত্ত দেখিয়ে বাজেট বিবরণী উপস্থাপন করা হয় এবং তা সর্ব সম্মতিক্রমে পাশ করা হয়।এছাড়া ২০১৬-২০১৭অর্থ বছরের বাজেট পেশ করা হয়।বাজেটে মোট আয় দেখানো হয় ২০,৬০,২৮০টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ১০,৪৯,২০০টাকা,বাজেটে ১০,১১,০৮০টাকা উদ্ধত্ত তহবিল দেখানো হয়েছে।বাজেট আলোচনার পর দ্বিতীয় পর্বে শহর সেবা সমন্বয় পরিষদের ১৫সদস্য কমিটি গঠণ উপলক্ষে ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।উক্ত নির্বাচন কমিশন আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লাকে সভাপতি,মতিউর রহমান জাকির ও শামীম রানা ভূইয়াকে সহ সভাপতি পদাধিকার বলে সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম খান সাধারন সম্পাদক,জসিম উদ্দিন ভূইয়া জাহাঙ্গীরকে যুগ্ম সম্পাদক,আমিনুল হক বাচ্চু কে কোষাধ্যক্ষ,ডা.রমজান আলী প্রামানিক কে সাংগঠনিক সম্পাদক,নজরুল ইসলামকে সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাংবাদিক তোফাজ্জল হোসেনকে প্রচার ও গণসংযোগ সম্পাদক,কার্য নির্বাহী সদস্যগণ হলেন পৌরসভার মেয়র কর্তৃক মনোনীত কমিশনার ইয়াসমিন সুলতানা এছাড়া অন্যান্য সদস্যগণ হলেন আজিজুর রহমান ভূইয়া,ফাহিমা খানম,আক্তারা বেগম,বিউটি সরকার,শাহজাহান মিয়া প্রমুখ।