খোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: নওগাঁ : নওগাঁয় জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতা বিরোধী মানব বন্ধন কর্মসূচী পালন করেছে ইঞ্জনিয়ার্স ইনষ্টিটিউশন নওগাঁ জেলা শাখা। বুধবার দুপুরে মুক্তির মোড়ে প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী এই মানব বন্ধন কর্মসূচী পালন করে।
ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন নওগাঁ জেলার চেয়ারম্যান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম বাদশাহ মিয়া এতে সভাপতিত্ব করেন। মানববন্ধন চলাকালে সংগঠনের সাধারন সম্পাদক পিডিবি’র নির্বাহী প্রকৌশলী শঙ্কর কুমার দেব, নওগাঁ ৫০ মেগাওয়ার্ট বিদ্যুৎ কেন্দ্রের তত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মহিউদ্দিন, সিনিয়র প্রকৌশলী সাইফুল ইসলাম গোলাপ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল বাকী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্ত্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক এবং পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১ এর জেনারেল ম্যানেজার মোঃ এনামুল হক বক্তব্য রাখেন।
বক্তাগন দেশ থেকে জঙ্গিবাদ নির্মুল করে একটি সুন্দর এবং বিশ্বে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকারের উদ্যোগের সাথে একাত্ম হয়ে গণঐক্য গড়ে মতুলে সর্বাত্মক সহায়তা দেয়ার উদাত্ত আহবান জানিয়েছেন।