খোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: জেলা পুলিশের পক্ষ থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে জনগনের মধ্যে লিফলেট বিতরন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ শহরের গুরুত্বপূর্ন ৩টি স্থানে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনের যাত্রী এবং পথচারীদের মধ্যে লিফলেট বিতরন করেন পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।
তিনি প্রথমে পার-নওগাঁ ঢাকা বাস টার্মিনালে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে মুক্তির মোড় ও কেন্দ্রীয় বাস টার্মিনালে লিফলেট বিতরন করেন। এ সময় তাঁর সাথে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসীন আলী, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, ডিবির ওসি জাকিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর রেজা, জেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি রায়হাল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলালসহ এসময় নওগাঁ জেলার প্রিন্ট ও ইলক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেটে উল্লেখ করা হয়েছে, কতিপয় পথভ্রষ্ট ব্যক্তি বা গোষ্ঠী ইসলাম প্রতিষ্ঠার নামে দেশের তরুন ও যুব সমাজকে ভুল তথ্য দিয়ে শান্তির ধর্ম ইসলামের অপবাখ্যার মাধ্যমে জঙ্গিবাদ সৃষ্টি করে প্রিয় মাতৃভুমিকে রক্তাক্ত করছে। আন্তর্জাতিক পরিমন্ডলে স্বাধীন সার্বভৌম শান্তিকামী মানুষের প্রিয় দেশ বাংলাদেশের সুনাম ক্ষন্ন করছে। সাধারন মানুষকে এসব থেকে বিরত থেকে সমাজকে সুস্থ্য রাখতে প্রশাসনকে সকল প্রকার সহযোগিতা প্রদানের আহবান জানানো হয়েছে।