Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুর 28উপজেলায় আটক জেএমবি সাহেব জানের (২০) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।

বুধবার বিকেলে পুলিশ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোল্লা সাইফুল আলম ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের দিক নির্দেশনায় হরিপুর উপজেলার বরুয়াল পূর্বপাড়া গ্রামের ইউসুফ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সাহেব চান নামে এক জেএমবি সদস্যকে আটক করা হয় এবং তাঁর ঘর তল্লাসি করে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ট গুলি ও ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অপরদিকে বুধবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশের বিশেষ অভিযান জেএমবি সদস্য সহ অস্ত্র উদ্ধারে সফল হওয়ায় পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, জঙ্গি নির্মুলে ঠাকুরগাঁও জেলায় পুলিশের বিশেষ দল দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আটককৃত জেএমবি সদস্যকে পুলিশ দীর্ঘদিন থেকে খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। সন্ত্রাসী ও জঙ্গি সম্পর্কে যেকেনো ধরনের তথ্য থাকলে সেটা পুলিশকে দিতে অনুরোধ করেন তিনি।