Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: বাগেরহাট:’বাগেরহাটে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা পড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা একেএম জাকারিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২২ জুন ওই কর্মকতার ঘুষগ্রহণ সংক্রান্ত বিভিন্ন গনমাধ্যমে ছবিসহ প্রকাশ হওয়ায়। বিষয়টি সবার নজরে এলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন জানায় জেলা আইনজীবী সমিতি।
এরপর বিষয়টি জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খানের নজরে আসলে তিনি এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। জেলা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম গাজীকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়।
মঙ্গলবার বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা একেএম জাকারিয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ হতে ৩১১৫/২০১৪নং ক্রিমিনাল আপিল মামলার জামিন নিশ্চিতের জন্য ঘুষ দাবি করেন। গত ২০ এপ্রিল ওই মামলার জামিন কনফরমেশনের ঘুষ গ্রহণের সময় ওই মামলার আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা পড়েন।
পরে আইনজীবী সহকারী হাওলাদার রেজাউল করিমের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তক্রমে প্রতিবেদন প্রদানের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজীকে নির্দেশ দেয়া হয়। তদন্তকারী কর্মকর্তা অভিযোগকারীসহ মোট ১৩ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে প্রাথমিক তদন্তে একেএম জাকারিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পেয়েছেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ঘুষ গ্রহণ গুরুতর অপরাধ, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ এর বিধি ৩(বি) ও বিধি ৩ (ডি) মোতাবেক দুর্নীতি পর্যায়ভুক্ত অপরাধ। ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা পরায় জাকারিয়াকে সরকারি কর্মচারী বিধিমালা, ১৯৮৫ এর ১১ (১) আলোকে সাময়িক বরখাস্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা জজ বাগেরহাটসহ সংশ্লিষ্ট দফতরকে অবহিত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে