খোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: জলোর সদর উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা ও ভূমি শিক্ষালয়ের উদ্বোধন উপলক্ষ্যে গত কাল এক আলোচনা সভায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাহমিনা আক্তার বলেন- প্রকৃত ভূমি মালিকগণ হয়রানি ও দীর্ঘ সূত্রতার প্রেক্ষাপট থেকে সহজ ও ডিজিটাল সেবা দেওয়ার লক্ষ্যে ভূমি অফিস ও ভূমি প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ইতি মধ্যে জনবান্ধব ভূমি অফিস হিসাবে ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসকে মডেল ভূমি অফিস হিসাবে ইতিমধ্যে নানা কার্যক্রমের প্রশংসা করে বলেন প্রত্যেক ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগন ভূমি সেবা প্রার্থীদেরকে একটু সময় দিয়ে তাদের সঠিক পরামর্শ প্রদান করলে ভূমি সেবা আরো উন্নত ও সহজতর হবে। পরে তিনি ভূমি সেবা ও ভূমি শিক্ষালয়ের শুভ উদ্বোধন করেন।
ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি ) মোঃ জসীম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের কানন গো আনিছুর রহমান, ময়মনসিংহ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন।
সহকারী কমিশনার ভূমি বলেন, ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসকে জনবান্ধব ও মডেল ভূমি অফিস হিসাবে পরিচিত করার লক্ষ্যে ইতিমধ্যে ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। ভূমি অফিসে কার্যক্রমের মধ্যে ১৩টি ইউনিয়ন ভূমি অফিসে সাইনবোর্ড, নাগরিক সনদ ইত্যাদি। প্রধান অতিথি অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত ফেসটুন, বিশুদ্ধ পানির ফিল্টার, অভিযোগ ও পরামর্শ বক্স পরিচয়পত্র বিতরণ করেন। অসহায় ও গরীব মানুষের কাজ সহজ ভাবে সমাধন করা “সমস্যা আপনার সমাধান আমাদের” এই শ্লোগানকে সামনে রেখে তিনি উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালন ও যথা সময়ে অফিসে উপস্থিত থেকে জন সাধারণের প্রকৃত ভূমিসেবা প্রদানে আন্তরিক হওয়ার আহ্বান জানান। এসময় সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ মোশারফ হোসেন অফিস সহকারী (নাজির) শহিদুল ইসলাম, আকুয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইকতিয়ার ভূইয়া, হুমায়ুন কবির, আবুল কালাম, প্রমুখ উপস্থিত ছিলেন।