খোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬, পিরোজপুর প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে ও রুহুল কবির রিজভী এর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ সকালে জেলা বিএনপি এক প্রতিবাদ মিছিল বের করে। পরে পুলিশের মিছিলে বাধাদেয়, পরে পুলিশ পিরোজপুর জেলা বিএনপি কার্য্যলয় ঘিরে রাখে,পুলিশের বাধার মধ্যেই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন,সহ-সভাপতি ও পৌর কমিশনার আঃ সালাম বাতেন, যুগ্ম-সম্পাদক শেখ শহিদুল্লাহ, পৌর কমিশনার ও জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ সরোয়ার হাওলাদার, সদর থানা সভাপতি ওয়াহিদুজ্জামান লাভলু, সাবেক শিকদার মল্লিক ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জান চাঁনসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, মামলা হামলা করে বিএনপি কে দমানো যাবে না,তারেক রহমানের জনপ্রিয়তায় সরকার ঈর্ষান্বিত হয়ে তাকে হেয় করার জন্য এই রায় দেয়া হয়েছে।
অধ্যাপক আলমগীর হোসেন বলেন,বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মামলা নিয়ে প্রধানমন্ত্রীর শপথ নিতে পারেন।
তবে এক দিন এই সাজানো রায় কে উপেক্ষা করেই জনগণ তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্র নায়কে আসনে অধিষ্ট করবেন ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন,অবিলম্বে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান।
আজ কে নতুন করে বর্তমান অবৈধ সরকার বিএনপি’র ৫৯ নেতার নামে হুলিয়া জারি করে অধ্যাপক আলমগীর হোসেন এই হুলিয়া অবিলম্বে তুলে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি রাখেন।
পিরোজপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, গ্রেফতারকৃত জেলা বিএনপি নেতা তৌহিদুল ইসলাম, ছাত্রদল নেতা তানজিদ হাসান শাওন ও রিয়াজ মাতুব্বরের মুক্তির দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ চলাকালিন সময়ে পুলিশের সাথে বিএনপির নেতা কর্মীদের উত্তেজনা দেখা দিলে জনাব আলমগীর হোসেন নেতা কর্মীদের শান্ত রাখেন।