খোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: মুন্সীগঞ্জ : ব্যাপক আয়োজন আর উৎসবমুখর পরিবেশে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী ও দলীয় কার্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল হক নিশাত সিকদার সহ সকল ইউনিয়ানের স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।