Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্লাব সদস্যদের মাঝে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের তাঁর দপ্তরে ক্রীড়া সামগ্রী, ফ্যান ও আর্থীক সহায়তার চেক বিতরণ করেন। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের সদস্যদের মাঝে উপজেলা পরিষদের অর্থায়নে ক্রয়করা ফান, ফুটবল, জার্সি, ক্রীকেটব্যাট-ষ্ট্যাম্প, ও অন্যান্য ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয় । এছাড়া ও উপজেলার খান্ধুরা গ্রামের বাড়ীঘরে আগুনে ক্ষাতগ্রস্থ একটি পরিবারকে ১০ হাজার টাকার আর্থীক সহায়তার চেক প্রদান করেন। এসময়উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ,স্থানীয় গনমাধ্যমকর্মী ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এলক্ষ্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ক্লাব সদস্যদের প্রতি“ মাদককে না বলি, খেলাধুলা চর্চা করি সুস্থ্য জীবন গড়ি”- এ শ্লোগানকে উপজীব্য করে মাদক মুক্ত, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করে সুস্থ্য জীবনে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।