Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: মুন্সীগঞ্জ : টঙ্গীবাড়ী উপজেলার শিলিমপুর গ্রামের রাধা গবিন্দ্র মন্দিরের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ চলছে। স্থাণীয় ভূমিদশ্যূ তামজেদ মিয়া গং কোন নিয়ম নীতির তোয়ক্কা না করে ওই মন্দিরের সরকারী অর্পিত সম্পত্তির উপরে এ বহুতল ভবন নির্মাণ করছেন। আর আগে গত রবিবার বিকালে ওই মন্দিরের একটি ঘর ভেঙ্গে ফেলে তামজিদ মিয়া। ওই ঘটনায় পুলিশ তাকে আটক করলেও পরে স্থাণীয়দের মধ্যস্থতায় ছেড়ে দেওয়া হয়েছে। জানাগেছে, শিলিমপুর মৌজার আর এস ২০৭ খতিয়ানের ১৬৩নং দাগের ৪৫শতাংশ অর্পিত সম্পত্তির উপরে শিলিমপুর রাধা গবিন্দ্র মন্দিরটি অবস্থিত। ওই এলাকার ধনাঢ্য ব্যাক্তি ললিত মোহন পাল ১৩১৮ বাংলা সনে ওই স্থানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কিন্তু ১৯৭২ সালের দিকে পার্শ্ববর্তী চাষিরী গ্রামের মৃত বন্দে আলি মিয়ার ছেলে খুনের মামলায় অভিযুক্ত দূধর্ষ ব্যাক্তি তামজিদ মিয়া ওই মন্দিরের পার্শ্বে সরকারী জমি দখল করে বসবাস করতে শুরু করেন। কিন্তু পরবর্তীতে তার দৃষ্টি পরে মন্দিরের সম্পত্তির উপরে। বিগত কয়েক বছর আগে সে ওই মন্দিরের প্রধান ফটকটি ভেঙ্গে টিন ও কাঠ দিয়ে ঘর নির্মাণ করে। বর্তমানে মন্দিরের পশ্চিম পাশের সরকারী জমির মেহেগণী গাছ ১লক্ষ ৯০ হাজার টাকা বিক্রি করে সে ওইস্থানে অবৈধ স্থাপণা নির্মান করছেন। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বহু পুরাতন মূল মন্দিরের ভবনের ফটকের অর্ধেক অংশ ভেঙ্গে টিন ও কাঠ দিয়ে ঘর তুলছেন তামজিদ মিয়া। মন্দিরের পশ্চিম পাশে পূর্ণদমে চলছে পাকা ভবন নির্মাণ কাজ। এ ব্যাপারে তামজিদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে সে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আপনারা যা পারেন করেনগা। এই সম্পত্তি আমার দখলে আছে আমি বিল্ডিং নির্মাণ করতাছি। এ ব্যাপারে আউটশাহী ইউনিয়নের তহসিলদার শারপিন ঢালী জানান, অর্পিত সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ করার নিয়ম নেই। এ ভবন নির্মানের ব্যাপরে আমার কিছু জানানেই তদন্ত স্বাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।