খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬: রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার নিশ্চিন্তপুরে একটি পোশাক কারখানায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শ্রমিককে হত্যার চেষ্টা করা হয়েছে।
গতকাল বুধবার সকালে ‘আইডিয়াস’ নামে একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শ্রমিকের নাম নূর ইসলাম (২৬)। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শাহজালাল নামের এক শ্রমিককে আটক করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, শ্রমিককে হত্যাচেষ্টার খবরটি শুরুতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলে। তবে গতকাল দিবাগত রাত ১২টার পর কারখানার প্রশাসনিক কর্মকর্তা খালিদ ইবনে মাওলা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করলে বিষয়টি প্রকাশিত হয়।
জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান জানান, এক শ্রমিক অন্য এক শ্রমিককে পায়ুপথে হাওয়া দেওয়ার অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভুক্তভোগী শ্রমিক নূর ইসলাম ও শাহজালাল একই তলায় কাজ করছিলেন। শাহজালাল মেশিনের সাহায্যে হাওয়া দিয়ে তৈরি পোশাক পরিষ্কারের কাজ করছিলেন। এরই মধ্যে তিনি নূর ইসলামকে হাওয়া ঢুকিয়ে হত্যার চেষ্টা করেন। পরে নূর ইসলামের চিৎকারে কারখানার অন্য শ্রমিকরা এগিয়ে আসেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আকবর আলী খান আরো জানান, হত্যাচেষ্টার বিষয়টি পরিকল্পিত, উদ্দেশ্যমূলক নাকি পূর্বশত্রুতাবশত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগর বর্মণ (১০) নামের এক শিশুশ্রমিককে হত্যা করা হয়েছে।
ওই দিন দুপুরে রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডে এ ঘটনা ঘটে।
সাগর বর্মণের বাবার নাম সুমন বর্মণ। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর গ্রামে।