খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ইংল্যান্ডের কোচ হিসেবে সাকলায়েন মুশতাকের সাফল্যের প্রেক্ষাপটে দেশটিতে অনেকেই তাকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের বিদায়ী টি২০ অধিনায়ক শহিদ আফ্রিদি মুখ খুললেন।
ইংল্যান্ড সফররত পাকিস্তান লর্ডসের প্রথম টেস্টে দুর্দান্ত সাফল্য পেয়েছিল। এরপর ইংল্যান্ড তাদের স্পিন কোচ হিসেবে পাকিস্তানের সাকলায়েন মুশতাককে নিয়োগ করে। তারা ফল পায় হাতেনাতে। দ্বিতীয় টেস্টেই তারা পাকিস্তানকে শোচনীয়ভঅবে পরাজিত করে। এ প্রেক্ষাপটে অনেকে সাকলায়েনকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করতে থাকে। বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে এ নিয়ে প্রচুর লেখালেখি হতে থাকে।
তবে অনেকে সাকলায়েনের পক্ষেও অবস্থান নেয়। তাদেরই একজন শহিদ আফ্রিদি।
আফ্রিদি বলেন, সবার উচিত কোচ হিসেবে ‘সাক্কি ভাইয়ের’ প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। তিনি তার দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্বাসঘাতক নন।
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদও সমর্থন করেন সাকলায়েন মুশতাককে। তিনি বলেন, সাকলায়েনের সাফল্যে পাকিস্তানিদের উচিত গর্বিত হওয়া।