খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি বুধবার দৃঢ় সমর্থন জানিয়েছেন।ওবামা রিপাবলিকানদের তীব্র সমালোচনা করেন।ডেমোক্রেটিক দলের জাতীয় কনভেনশনে উপস্থিত কয়েক হাজার ডেলিগেটের সামনে বক্তব্য রাখেন।
ওবামা বলেন, রিপাবলিকানদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে।তিনি সতর্ক করে বলেন, রিপাবলিকানদের এই হতাশা ২০১৬ সালে নির্বাচনে ঘৃণা ও অসন্তোষকে উস্কে দিচ্ছে।এ সময় তিনি হিলারি ক্লিনটনের ভূয়সী প্রশংসা করেন।ওবামা বলেন, আমি এখন যুক্তরাষ্ট্রের ভবিষ্যত নিয়ে আগের চাইতে অনেক বেশি আশাবাদী।
আরো বলেন, গত সপ্তাহে রিপাবলিকান কনভেনশনে ‘দেশের সমস্যাগুলো সমাধানের কোন উপায় বের করা হয়নি। বরং ঘৃণা, দোষারোপ ও ক্ষোভকে উস্কে দেয়া হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।