খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬:জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। এ মামলার ১৪ থেকে ১৭ নম্বর সাক্ষীকে আজ জেরা করেছেন আসামিপক্ষ।সাক্ষীরা হচ্ছেন- প্রাইভেটাইজেশন বোর্ডের তৎকালীন যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা, সোনালী ব্যাংকের তৎকালীন কর্মকর্তা মফিজুল ইসলাম, বগুড়ার গাবতলী উপজেলার সাব-রেজিষ্ট্রার গোলাম ফারুক এবং প্রাইম ব্যাংকের তৎকালীন কর্মকর্তা মেহমুদ হোসেন।বেগম খালেদা জিয়ার পক্ষে সিনিয়র এডভোকেট আব্দুর রেজ্জাক খান এবং অন্য আসামিদের পক্ষে আইনজীবী জাকির হোসেন, আমিনুল ইসলাম, বোরহানউদ্দিন আহমেদ ও রেজাউল করিম সরকার সাক্ষীদের জেরা করছেন।
ঢাকার বকশীবাজার এলাকার উমেষ দত্ত রোডে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে এ মামলার বিচার কাজ চলছে। এছাড়াও আজ সাক্ষ্য দিতে ১৮তম সাক্ষী আদালতে হাজির রয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এ মামলার অন্যতম আসামি। অন্য পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুদক মামলা দায়ের করে। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট দুদক অভিযোগপত্র দাখিল করে।
২০১২ সালের ১৬ জানুয়ারি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৯ মার্চ মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-৩।
এদিকে জিয়া চ্যারিটেবল ষ্ট্রাষ্ট মামলায় বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে আগামী ১১ আগস্ট।