Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
2016-07-28_3_967659খোলা বাজার২৪,বৃহস্পতিবার, কুন্দুজ (আফগানিস্তান): আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশের দাশত-ই-আরশি এলাকায় বুধবার রাতে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা তালেবান জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। এতে ১৮ জঙ্গি নিহত ও অপর ১৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার উত্তরাঞ্চলের সেনা মুখপাত্র নাসরাতুল্লাহ্ জামশিদি একথা বলেন।
তিনি আরো বলেন, বুধবার রাতে বিমান হামলার সহায়তায় গোলযোগপূর্ণ দাশত-ই-আরশি এলাকার কয়েকটি স্থানে তালেবান জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যাপক হামলা চালায়। এতে ১৮ বিদ্রোহী ঘটনাস্থলেই নিহত ও আরো ১৭ জন আহত হয়।

জামশিদি আরো জানিয়েছে, সারিপুল প্রদেশে বুধবার আরো ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
তালেবান জঙ্গিরা এই ঘটনার সম্পর্কে এখনো কিছু জানায়নি।

খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।