খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬: খন্দকার শাহিন : দেশব্যাপী জঙ্গি হামলা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ২৮ জুলাই) সকাল ১১টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনের এমপি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান ভূইয়া, জেলা মহিলা লীগের আহবায়ক মিতু রহমান, জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা তামান্না নুসরাত বুবলি, জেলা আ’লীগের মহিলা যুগ্ম আহবায়ক আইরিন পারভিন, রহিমা বেগম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় কৃষ্ণ গোস্বামী প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।
এসময় এমপি নূরল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশে অস্থিতিশিলতা সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে। নিরীহ মানুষ হত্যা করে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে।। সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, বাংলার মাটিতে জঙ্গিদের কোন স্থান হবে না। এসব অশুভ শক্তির মূল উৎপাটন করা হবে।