Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬: তাপস কুমার, নাটোর: নাটোরের সিংড়ায় প্রভাবশালীদের দেয়া বাঁধে কৃষকদের শত শত বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চামারী ইউনিয়নে স্থানীয় গ্রামের মতলেব আলী দীর্ঘ ১০বছর যাবত এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ভয় দেখিয়ে এসব কাজ করছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষকরা। মতলেব আলী ইউনিয়নের দড়ি মহিষমারী গ্রামের ইউসুফ আলীর ছেলে। এ বিষয়ে এলাকার ভুক্তভোগী কৃষকরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন।
এলাকার ভুক্তভোগী কৃষকরা জানিয়েছেন, প্রতি বছর মাঠে জমি চাষাবাদের মাধ্যমে বিঘা প্রতি ১০-১৫ মন করে ধান পেতাম। যা দিয়ে সংসারের খরচ চলতো। কিন্তু বিগত ১০ বছর ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তি মতলেব আলী রাজনৈতিক নেতাদের ভয় দেখিয়ে এ এলাকার কৃষকদের জিম্মি করে রেখেছে। জমির আগে জবর দস্তি করে বাঁধ দিয়ে ও ঘের তৈরি করে সে মাছের চাষাবাদ করে আসছে। অথচ সেখানে তার কোন জমি নাই। এতে করে সময় মত ইরি-বোরো আবাদ করতে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুতর। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।