Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬:মোঃ আফজাল হোসেন ,দিনাজপুর: চিরিরবন্দরে বীমার মরণোত্তর দাবী চেক হস্তান্তর করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় অফিসে পেনশন বীমার নমিনী মেরিনা জান্নাতুন ফেরদৌস এর হাতে জীবন বীমা কর্পোরেশনের মরণোত্তর দাবী চেক হস্তাস্তর করেন উন্নয়ন ম্যানেজার ইনচার্জ মোঃ ছলেমান গণি। এ সময় উন্নয়ন অফিসার মোঃ জবেদ আলী, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল বারী সরকার, সাংবাদিক ও প্রধান শিক্ষক মোরশেদ উল আলম সহ সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাংবাদিক মোরশেদ উল আলমের মা মোসলিমা খাতুন চাকুরী করা কালীন পেনশন বীমা করেন। গত ১ বছর পূর্বে তিনি মৃত্যুবরণ করলে তাঁর পেনশন বীমার চেক নমিনী ছোট মেয়ের হাতে তুলে দেওয়া হয়।