খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬:
আজ ২৮ জুলাই, ২০১৬ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ গণপ্রতিনিত্বি অধ্যাদেশ অনুযায়ী বাৎসরিক আয়-ব্যায়ের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা প্রদান করেছেন।

নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ (নিবন্ধন নং-০২৭) ১ জুলাই, ২০১৫ থেকে ৩০ জুন, ২০১৬‘মর অডিট রিপোর্ট জমা প্রদান করেছে। দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া স্বাক্ষরিত পত্রসহ দলের যুগ্ম মহাসচিব মোঃ নুরুল আমান চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও রৌশন আরা বেগম, সহকারী সচিব (নিঃসঃ-০১) বরাবর অডিটের ৩টি কপি জমা প্রদান করেছেন।