Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13680989_589346104578481_4342530888535587645_n13882352_589346914578400_6289471863166571230_n                                                                            খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬: পিরোজপুর প্রতিনিধি: গত শনিবার তারকে রহমানের বিরুদ্ধে সাজানো মিথ্যে মামলায় প্রতিবাদে পিরোজপুর জেলা বিএনপি’র এক প্রতিবাদ মিছিল করলে হঠাৎ পুলিশ বিনা উস্কানিতে নেতা-কর্মীদের উপর হামলা চালায়।

বিক্ষোভ মিছিলে থেকে পুলিশ জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম তৌহিদ ও জেলা ছাত্রদলের বিপ্লবী ছাত্রনেতা তানজিদ হাসান শাওন, ছাত্রনেতা রিয়াজ মাতুব্বর কে গ্রেফতার করে।13645089_589346937911731_6143053786461881182_n

গ্রেফতারের পর জেলা ছাত্রনেতা তানজিদ হাসান শাওন পুলিশি প্রহরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পিরোজপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন এই জঘন্য বর্ববর পুলিশি হামলার তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানান এবং পিরোজপুর জেলায় সকল  গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুত্তির দাবী জানান।

জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জানান,আমাদের শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামালা চালিয়ে ক্ষ্যান্ত হয়ন নাই তাদের কে অমানুষিক নির্যাতন করেছে। এতে জেলা ছাত্র নেতা তানজিদ হাসান শাওন পুলিশি প্রহরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে , তাকে উন্ন্যত চিকিৎসার জন্য হাঁসপাতালে ভর্তি করা জরুরী।তা না হলে ছাত্রনেতা তানজিদ হাসান শাওন এর কিছু হলে এর দায় দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

অধ্যাপক আলমগীর হোসেনঅবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতা কর্মীরদের মুক্তি ও হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান,অন্যথায় গোটা জেলা্য দূর্বার গন আন্দোলন গড়ে তোলা হব।