খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬: : সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সন্ত্রাসী জঙ্গিবাদ ও আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আ’লীগ সভাপতি এসএম সোহরাব হোসেন প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।
এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বিভিন্ন দিক নির্দেশনা, বাল্য বিবাহ বন্ধে ব্যবস্থা গ্রহণ, মাহেন্দ্র গাড়ি রাস্তায় চলাচল নিষিদ্ধ করণ, থ্রী হুইলার অটোসহ বিভিন্ন গাড়িতে এলইডি লাইট ব্যাবহারে আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও মতামত নিয়ে কার্যকরি আলোচনা করা হয়।