Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

57খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬: ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে চার টেস্টের সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে ভারত। এই সিরিজের পরপরই একই প্রতিপক্ষের বিপক্ষে একটি টি-টুয়েন্টি সিরিজ খেলতে চায় ইন্ডিয়ানরা। যাতে সঙ্গী হতে আমন্ত্রণ পেতে পারে বাংলাদেশও। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এমন খবরই প্রকাশ করেছে।

আগামী ২২ আগস্ট শেষ হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজটি। এরপর আগস্টের শেষ সপ্তাহেই সংক্ষিপ্ত টি-টুয়েন্টি সিরিজটি খেলার আগ্রহ প্রকাশ করেছে বিসিসিআই। তবে সিরিজটি ক্যারিবীয়দের মাটিতে নয়, বসবে মার্কিনমুলুকে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, আমেরিকার ফ্লোরিডায় সেন্ট্রাল রিজিওনাল পার্কে তিন ম্যাচ টি-টুয়েন্টির এই সিরিজ খেলতে চায় ভারত। বিসিসিআই ইতোমধ্যেই সিরিজটির ভাবনায় অনেকদূর এগিয়ে গেছে বলে বোর্ডের একটি সূত্রে বরাতে পত্রিকাটি জানিয়েছে। তবে প্রথমে কেবল ক্যারিবীয়দের সঙ্গে সিরিজ খেলার কথা ভাবলেও পরে বাংলাদেশকে নিয়ে ত্রি-দেশিয় সিরিজ আয়োজনের একটি বিকল্প ভাবনাও নাকি এগিয়ে রেখেছে বিসিসিআই।
ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দল খুব শিগগিরই সিরিজটি আয়োজনের প্রস্তাব নিয়ে ফ্লোরিডায় যাবে। বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা সেই প্রতিনিধিদলের সূত্রেই জানার কথা লিখেছে ভারতীয় সংবাদমাধ্যমটি।
সময়ের অভাবে মিনি-আইপিএল আয়োজন থেকে পিছিয়ে আসার পরই নাকি ত্রি-দেশিয় সিরিজটি আয়োজনের পরিকল্পনা শুরু করে ভারত। সেটির বাস্তবায়ন হলে ভারত-উইন্ডিজের পাশাপাশি বাংলাদেশও প্রথমবারের মত আমেরিকার মাটিতে খেলার সুযোগ পাবে। টাইগারদের জন্য অবশ্য তার চেয়েও বড় হয়ে দেখা দেবে, দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার সমাপ্তি টানার আনন্দঘন ক্ষণটি!
বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত মার্চে, টি-টুয়েন্টি বিশ্বকাপে। প্রতিপক্ষ ছিল ভারত। যাতে হাতের মুঠোয় থাকা ম্যাচটি এক রানে হেরেছিল টাইগাররা। আসছে অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ হওয়ার কথা রয়েছে। এর আগে ভারতের বিপক্ষে দেশটির মাটিতে টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। ভারতের অনাগ্রহে শেষপর্যন্ত সেটি পিছিয়ে যায়। সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি সিরিজ হওয়ার কথাও শোনা যাচ্ছিল বিসিবির একাধিক সূত্রে। সেটি নিয়েও কোনো আশার সংবাদ আপাতত নেই। এ অবস্থায় আমেরিকার মাটিতে ত্রি-দেশিয় সিরিজে আমন্ত্রণ পেলে সেটি বড় সুসংবাদই হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য।