খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬: অভ্যুত্থানের পর তুরস্কের সামরিক বাহিনীর তিন প্রধানের পদ পরিবর্তন না হলেও অন্যান্য স্থানে ব্যাপক সংস্কার আনা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম মিলিটারি কাউন্সিলের (ইয়েস) সভায় এসব পরিবর্তন আনা হয়। বৈঠক শেষে প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এ তথ্য জানিয়েছেন।
১৫ জুলাই অভ্যুত্থানচেষ্টার পর এটাই ছিল তুরস্কের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়েস সভা। প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এতে সভাপতিত্ব করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের কাছে পাঠানো হবে।
তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ হিসেবে জেনারেল হুলুসি আকার তার পদে বহাল থাকছেন। টার্কিশ ল্যান্ড ফোর্সেস-এর কমান্ডার হিসেবে জেনারেল সালিহ জেকি কোলাক, বিমানবাহিনীর কমান্ডার জেনারেল আবিদিন উনাল এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমরিাল রজব বুলেন্ত বস্তানোগ্লুও তাদের পদে বহাল থাকছেন।
আধা সামরিক বাহিনী গেন্ডারমেরি জেনারেল কমান্ড ও জেনারেল স্টাফ ডেপুটি চিফ পদে পরিবর্তন আনা হয়েছে। এই দুই পদে এসেছেন যথাক্রমে জেনারেল ইয়াসের গুলার এবং জেনারেল উমিত দান্দার।
জেনারেল মুসা অ্যাভেসার এখন নতুন ফার্স্ট আর্মির কমান্ডার, জেনারেল ইসমাইল মেতিন তেমেল সেকেন্ড আর্মির কমান্ডার হয়েছেন।
৯৯ জন কর্নেলকে জেনারেল ও অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। আর ২০ জেনারেল ও অ্যাডমিরালের চাকরি এক বছর বাড়ানো হয়েছে।
বৈঠকের আগে অভ্যুত্থানচেষ্টার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ১৪৯ জেনারেলসহ ১,৬৮৪ সৈনিককে বরখাস্ত করা হয়। গত সপ্তাহে ৮৭ জেনারেল, ৭২৮ কমিশনপ্রাপ্ত অফিসার, ২৫৬ সার্জেন্টকে চাকরিচ্যুৎ করা হয়।