খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬: ইন্ডিজে বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি এবং প্রথম টেস্ট জয়ের পর পরেই প্রশ্ন উঠেছে, আগামীতে ভারতের নেতৃত্ব দিবেন কে? বিরাট কোহলি কি চাপে ফেলে দিলেন না মহেন্দ্র সিংহ ধোনিকে?
সাবেক ক্রিকেটাররাও এই প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তারা নিজেদের মতো করে উত্তরও দিয়েছেন।
ধোনির নেতৃত্বে ২০১১ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। বীরেন্দ্র শেবাগ সেই দলের প্রতিনিধি ছিলেন। তাকে প্রশ্ন করা হয় পরবর্তী বিশ্বকাপে ভারতের নেতা হিসেবে কাকে দেখা যাবে? কোনো রকম ভনিতা না করে সরাসরি ধোনিকেই ভোট দিয়েছেন তিনি।
শেবাগ মনে করছেন, ২০১৯ বিশ্বকাপের নেতৃত্ব থাকা উচিৎ ধোনির হাতেই। ২০১৯ বিশ্বকাপ খেলার পরেই যদি ধোনি অবসর নিয়ে ফেলেন, তাহলে ভবিষ্যতের জন্যও ভালো দল রেখে যাবেন ক্যাপ্টেন কুল। অর্থাৎ আগামীদিনের ভারতীয় দলও বেশ শক্তিশালী হবে। ধোনি লোয়ার মিডল অর্ডারে নেমে সফলভাবে ম্যাচ শেষ করেছেন, এই দৃশ্য দেখতে অভ্যস্থ ক্রিকেটপাগলরা। কিন্তু ধোনি না থাকলে কী হবে? তখন তো শেষের দিকে ভালো ফিনিশার পাওয়া যাবে না? আর তখনই একটা শূন্যতা তৈরি হবে।