Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬: সপ্তাহের রাশিফল করিগো বর্ণন। মনোযোগ সহকারে করহে শ্রবণ।
মা-বাবা ,ভাই-বোন, আত্মীয় স্বজন, টাকা পয়সা ধন-দৈলত কার হবে কেমন।
প্রেম, বিয়ে সংসার সুখ, বন্ধুভাগ্য ভাই, কেমনে যাবে সাত দিন সে প্যাঁচাল-ই বলে যাই।
বৃষ, মিথুন কর্কট আর সিংহে হবে, চাঁদের অবস্থান।
সেই মতো ঘটিবে ঘটন, জ্যোতিষী বলে যান।
মেষ রাশির সপ্তাহ প্যাঁচালী : মেষ রাশির জাতক জাতিকার এ সপ্তাহটি ভালো যাবে। আর্থিক সঙ্কট থাকলেও আপনার কোনো কাজে তা বাধা হয়ে দাড়াবে না। খুচরা বিক্রেতাদে ভালো লাভ হবার সম্ভাবনা রয়েছে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় কিছু আয় হবার সম্ভাবনা। সপ্তাহের শুরুতেই কোনো আপ্যায়নে অংশ নিতে পারেন। ভালো কোনো সংবাদ এ সপ্তাহে পেতে চলেছেন। বৈদেশীক কাজে সাফল্য ১০০% ভাগ। গার্মেন্টস ব্যবসায় ভালো অর্ডার পাবেন। ছোট ভাই-বোনদের কারো চাকরী লাভের যোগ প্রবল। গৃহ নির্মান বা গৃহ বদলের সুযোগ পেয়ে যেতে পারেন। আত্মীয়দের সাহায্য আশা করা যায়। নি:সন্তান দম্পতিদের সন্তান লাভের প্রচেষ্টা সফল হতে পারে। সন্তানের সাথে সপ্তাহর শেষে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেম ও রোমান্সে কিছু ঝামেলা অব্যাহত থাকবে।
বৃষ রাশির সপ্তাহ প্যাঁচালী : সপ্তাহের শুরুতেই ভালো কোনো ঘটনা ঘটতে পারে। শিল্পী ও সাহিত্যিকদের সম্মান ও ব্যস্ততা বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায়ের প্রচেষ্টা সফল হতে পারে। বকেয়া বিল আদায় হবে। গৃহে আত্মীয় কুটম্বের আগমন হতে চলেছে। আমদানী ও রপ্তাণী ব্যবসায় ভালো আয় হবার যোগ। বস্ত্র ও টেলিযোগাযোগ ব্যবসায় লাভের আশা করতে পারেন। দূর থেকে ভালো সংবাদ পেতে চলেছেন। কোনো প্রভাবশালী আত্মীয়র সহযোগীতায় ভাগ্যউন্নতি হতে পারে। পারিবারিক পরিবেশ কিছুটা প্রতিকূল থাকবে। গৃহের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা। যানবাহন নিয়ে কোনো প্রকার ঝামেলায় থাকতে পারেন। প্রত্যাশা পূরণে বাধা আসবে।
মিথুন রাশির সপ্তাহ প্যাঁচালী : সপ্তাহের শুরু দুদিন আর্থিক সঙ্কটে ভুগতে পারেন। ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি পাবে। ভ্রমনের সুযোগ পেয়ে যেতে পারেন। চাকরীজীবী ও ব্যবসায়ীদের কাজের চাপ বাড়তে চলেছে। কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক যোগাযোগ হতে পারে। এ সপ্তাহে ব্যবসার জন্য কোনো গুরুত্বপূর্ণ মিটিং এ অংশ নিতে পারেন। খুচরা ব্যবসায় বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা। রেস্টুরেন্ট ও ডেকরেটর ব্যবসায় কিছুটা ভাটা পরতে পারে। সপ্তাহের শেষে বৈদেশিক যোগাযোগে ভালো লাভ হবে। বিদেশ থেকে কিছু আর্থিক সাহায্য লাভের সম্ভাবনা দেখা যায়। ছোট ভাই-বোনের বিবাহের কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। জাতিকাদের বস্ত্র ও অলঙ্কার লাভের সম্ভাবনা প্রবল।
কর্কট রাশির সপ্তাহ প্যাঁচালী : সপ্তাহর শুরুতে কোনো বন্ধুর বিয়ের আয়োজনে ব্যস্ত হতে পারেন। প্রবাসী বন্ধুদের সাথে দেখা হওয়াতে আনন্দিত হবেন। বড় বোনের সাংসারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখা দেবে। ঠিকাদারী ব্যবসায় ভালো আয় হতে পারে। সপ্তাহের মাঝামাঝি বহু ব্যয় হবার আশঙ্কা। কিছু শুভ কাজে ব্যয় হবার সম্ভাবনা। বৈদেশীক কাজে ব্যস্ত থাকতে পারেন। ভ্রমনের সুযোগ চলে আসবে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা কোন ভালো চুক্তি করতে পারেন। আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরীতে আপনার পদোন্নতির সম্ভাবনা প্রবল। রাজনৈতিক কাজে সাফল্য পেতে পারেন। খুচরা বিক্রেতাদের আয় উন্নতি ভালো হবে। কোনো বন্ধুর বিয়েতে অংশ নিতে পারেন। বস্ত্র ব্যবসায় লাভ হবে।

সিংহ রাশির সপ্তাহ প্যাঁচালী : চাকরীজীবীরা ভালো ফল আশা করতে পারেন। বেকারদের কর্ম লাভের যোগ প্রবল। পিতার সহায়তায় কোনো সমস্যার অবসান হতে পারে। বন্ধুদের সহায়তায় আপনার ভালোবাসা সংক্রান্ত কোনো বিষয়ের সমাধান হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। ঠিকাদারী কাজে নতুন কোনো সমস্যা দেখা দিতে পারে। কারো সাথে হাতাহাতি হবার আশঙ্কা প্রবল। বিদেশ যাত্রার যোগ দেখা যায়। আমদানি রাপ্তাণী ব্যবসায় ভালো সুযোগ পেয়ে যাবেন। ব্যয় বৃদ্ধি পাবে বলে মনে হয়। মানসিক অস্থিরতায় সপ্তাহের শেষে ভুগতে পারেন। হটাৎ অসুস্থ্য হয়ে পরতে পারেন। উচ্চ রক্তচাপে ভোগার আশঙ্কা প্রবল।
কন্যা রাশির সপ্তাহ প্যাঁচালী : উচ্চ শিক্ষার্থে বিদেশ যাবার যোগ বলবান। প্রবাসীরা ভালো সংবাদ পেতে পারেন। তীর্থ ভ্রমনের সুযোগ চলে আসতে পারে। কর্মস্থলে পদোন্নতির সুযোগ চলে আসবে। পদস্ত কর্মকর্তার আনুকূল্য পাবেন। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাহায্য আশা করতে পারেন। সমাজিক ও দাতব্য কাজে অংশ নেবার যোগ প্রবল। বিভিন্ন উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা। বন্ধুর সাহায্যে ভালো আয় রোজগার হতে পারে। বড় বোনের বিয়ের কথাবার্তা এগিয়ে যাবে। সপ্তাহর শেষে কোথাও বেড়াতে যেতে পারেন। দূর ভ্রমন শুভ। ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বৈদেশীক বাণিজ্যে ভালো লাভ আশা করতে পারেন।

তুলা রাশির সপ্তাহ প্যাঁচালী : হটাৎ কোনো অপ্রিতিকর পরিস্থিতির শিকাড় হতে পারেন। দূর্ঘটনা এড়িয়ে চলুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু লাভ আশা করা যায়। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সুযোগ পেয়ে যাবেন। শিক্ষা সফরে বিদেশ যাবার সম্ভাবনা রয়েছে। জীবীকার জন্য বিদেশ গমন যোগ বলবান। বেকারদের বৈদেশীক প্রতিষ্ঠানে চাকরী লাভের যোগ প্রবল। প্রবাসীরা ভালো সুযোগ পেয়ে যাবেন। সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। চাকরীজীবীরা নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। আয় উন্নতি বৃদ্ধি পাবে। বকেয়া বিল আদায়ের সম্ভাবনা প্রবল। বন্ধুর সাথে কোনো ব্যবসা করলে তাতে ভালো লাভ হবে। বড় ভাইয়ের সাহায্যে কোনো ঝামেলার অবসান হতে পারে।
বৃশ্চিক রাশির সপ্তাহ প্যাঁচালী : ব্যবসায় বাধাবিপত্তি দেখা দিতে পারে। জীবন সাথীর কর্মস্থলে কোনো অনিশ্চয়তা দেখা দেবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। পুলিশি গ্রেফতার বা হয়রানির শিকাড় হতে পারেন। কারো শত্রুতার কারনে আপনার ব্যবসায় ঝামেলা দেখা দেবে। উইলকৃত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হতে পারে। এ সপ্তাহে বিদেশ গমনের প্রচেষ্টা সফল হবে। উচ্চ শিক্ষা শুভ বলা যায়। ব্যবসায়ীক কারনে ভ্রমনের যোগ প্রবল। বৈদেশিক বাণিজ্যে আশানুরুপ লাভ হতে পারে। কর্মস্থলে কোনো সহকর্মীর সহায়তা পেতে পারেন। পদস্ত কর্মকর্তার কোনো গোপন কাজের দায়িত্ব পাবেন। রাজনৈতিক কাজে বহু বাধা বিপত্তি। দূর্ণাম ও বদনামের আশঙ্কা প্রবল। রাগ ও জেদ ক্ষতির কারন হয়ে উঠবে।
ধনু রাশির সপ্তাহ প্যাঁচালী : শরীর স্বাস্থ্য হটাৎ খারাপ হবার আশঙ্কা রয়েছে। ব্যবসায় কোন শত্রুতার শিকার হতে পারেন। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পাবার সম্ভাবনা কম। মূল্যবান দ্রব্য সাবধানে রাখুন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। হটাৎ কোনো দূর্ঘটনায় আক্রান্ত হতে পারেন। পুলিশি হয়রানির আশঙ্কা প্রবল। মামলা মোকর্দ্দমায় বিজয়ী হবেন। বীমার দাবি আদায়ের সুযোগ পাবেন। হটাৎ বিদেশ যাত্রার সুযোগ চলে আসবে। কোনো আত্মীয়র সহযোগীতায় ভিসা পেতে পারেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি দেখা দিতে চলেছে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাথে ভ্রমনে যেতে পারেন। কর্মসংক্রান্ত কাজে বিদেশ যাবার যোগ বলবান।

মকর রাশির সপ্তাহ প্যাঁচালী : প্রেমিক প্রেমিকাদের জন্য সপ্তাহটি নানামূখী ঝামেলা পূর্ণ। আপনাদের প্রেমের কথা ফাঁস হয়ে যেতে পারে। বাড়ীতে এ নিয়ে বহু কথা শুনতে হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। পড়াশোনায় গাফিলতি করতে পারেন। সহকর্মী বা অধীনস্ত কর্মচারীর কারনে কিছু সমস্যা দেখা দিতে পারে। বাড়ীতে কারো সাথে বিবাদে জড়িয়ে পরতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথা চলবে। নতুন বিনিয়োগে লাভের আশা করতে পারেন। ব্যবসায় নতুন কোনো অংশিদারী চুক্তি হতে পারে। ঋণ সংক্রান্ত বিষয়ে সফল হবার সম্ভাবনা। পাওনাদারদের ঋণ কিছু শোধ করতে পারবেন। জীবন সাথীর পূর্ণ সহায়তা লাভের যোগ। বৈদেশীক যোগাযোগে লাভবান হবেন।
কুম্ভরাশির সপ্তাহ প্যাঁচালী : মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ দেখা দিতে পারে। বকেয়া টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। যানবাহনে দূর্ঘটনার ভয় রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় অনাকাঙ্খীত বাধা বিপত্তি দেখা দেবে। সৃজনশীল পেশায় বদলীর আশঙ্কা প্রবল। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কিছু অর্থ বিনষ্ট হতে পারে। দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট হবে। যৌথ ব্যবসায় বিরোধের আশঙ্কা রয়েছে। জীবন সঙ্গীর বিদেশ যাত্রার যোগ প্রবল। ট্রাভেল এজেন্সীর ব্যবসায় ভালো লাভ আশা করা যায়।
মীন রাশির সপ্তাহ প্যাঁচালী : ছোট ভাই-বোনের শিক্ষা বিষয়ে কিছুটা চিন্তিত হয়ে পরবেন। তাদের নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকতে হবে। গার্মেন্টস ব্যবসায়ীরা কিছু ঝামেলায় পড়তে পারেন। প্রতিবেশীদের কারো সাথে সম্পর্কের অবনতি হতে পারে। পারিবারিক পরিবেশ কোনো আত্মীয়র কারনে অশান্ত হয়ে উঠবে। প্রত্যাশা পূরণে বারবার বাধা বিপত্তি দেখা দেবে। গৃহনির্মানের পথে বাধা। প্রেম ও রোমান্স শুভ। নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন। শিল্পী ও সাহিত্যিকদের সপ্তাহটি অনুকূল যাবে। সন্তানের কোনো সাফল্যে আনন্দ পাবেন। অনৈতিক সম্পর্কের কারনে দূর্ণামের শিকার হতে পারেন। আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবার আশঙ্কা প্রবল।