Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
  • 18খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬: : কাঠালের মধ্যে অভিনব কায়দায় মাদক পাচারের সময় মেহেরপুরের গাংনী উপজেলার ভবানপুর গ্রাম থেকে ২০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে এ অভিযান চালায় গাংনী থানা পুলিশের একটি দল।
    আটককৃতরা হচ্ছে- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকু-ি গ্রামের সাকের মালিথার ছেলে ফারুক হোসেন (২২) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে চঞ্চল হোসেন (২০)।
    গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ উপজেলার সীমান্ত থেকে মাদক ক্রয় করে দুটি কাঠালের মধ্যে ফেনসিডিল ও গাঁজা নিয়ে গন্তব্যে যাওয়ার পুলিশ তাদেরকে গ্রেফতার করে। কাঠালের ভেতরের শাস ফেলে ফেনসিডিল ও গাঁজা ঢুকিয়ে মুখ এমনভাবে জোড়া লাগানো হয়েছে যে স্বাভাবিক চোখে আসল ঘটনা বোঝার উপায় নেই। এর আগেও শরীরের বিভিন্ন স্থানে মাদক বহনের ঘটনা থাকলেরও কাঠালের মধ্যে বহন করার ঘটনা তেমন ছিল না বলেও জানান ওসি।
    আটক দুজনের নামে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।