Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬: : মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ফরহাদ হোসেন (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর বারটার দিকে বাড়ির পাশর্^বর্তী একটি পুকুরে সহপাঠিদের সঙ্গে সাঁতার কাটার সময় এ ঘটনা ঘটে।
ফরহাদ হোসেন গাংনী সিদ্দিকীয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার সহকারী মৌলভী সাইফুল্লাহর ছেলে এবং গাংনী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর ছাত্র। সাইফুল্লাহ স্বপরিবারে গাংনী মাদ্রসা পাড়ার ভাড়া বাসায় বসবাস করেন।
জানা গেছে, প্রতিদিনের প্রতিবেশীয় সহপাঠিদের সঙ্গে বাসার অদুরবর্তী হাজী মহাসিন আলীর পুকুরে গোসল করতে যায় ফরহাদ হোসেন। সাঁতার কাটার এক পর্যায়ে সে পুকুরের গভীরে পৌঁছে পানিতে ডুবে যায়। তার সঙ্গীরা খোঁজাখুঁজি করে তার হাদিস না পেলে বাড়িতে খবর দেয়। এর এক পর্যায়ে লাশ পানির উপরে ভেসে ওঠে। তবে স্বজনদের মন ন মানায় তাকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এমকে রেজা তাকে মৃত ঘোষণা করলেও স্বজনরা তাকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। পথে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তৃব্যরত চিকিৎসকরা ফরহাদকে মৃত সনাক্ত করলে গাংনীতে লাশ ফিরিয়ে আনা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের লাশের দাফন শেষে গ্রামের বাড়ি ফেনি জেলা সদরের গোবিন্দপুরে নেওয়া হবে। সেখানেই দাফন করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।