খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬: ^রদী পুলিশ প্রশাসনের আয়োজনে ঈমান কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গিবাদ নির্মূলে সচেতনতা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর।
ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার এর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোছা: শামীমা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ ও সহকারি পুলিশ সুপার শেখ মোহাম্মদ আবু জাহিদ। এস আই আব্দুর রহিম এর সঞ্চালনায় এই সমাবেশে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ^রদী কমিউনিটি পুলিশের প্রধান ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ^াস, উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। সমাবেশে ৭টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার কাউন্সিলার, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রায় সহ¯্রাধিক প্রতিনিধি তাঁদের বক্তব্যে জঙ্গিবাদ নির্মূলে গণসচেতনতা সৃষ্টিতে সহযোগিতা দানের জন্য একাত্বতা প্রকাশ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, ‘দেশে সাম্প্রতিক জঙ্গিবাদি বিরোধী কর্মকান্ডে উচ্চবিত্ত পরিবারের সন্তানদেরকে ধর্মের অপব্যাখ্যা ও মগজ ধোলাইয়ের মাধ্যমে বিপথগামী করা হচ্ছে। ধর্মান্ধতা বা ধর্ম সম্পর্কে ভালোভাবে না জানান এবং না বোঝার কারণেই কোমলমতি শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থিদের জঙ্গিবাদে ঝুঁকে পড়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। সন্তানের প্রতি পিতামাতার অমনোযোগিতা এবং তাদের কাজকর্মে খোঁজ-খবর না রাখা এজন্য দায়ি।’ তিনি এসময় পিতামাতা, শিক্ষক ও অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহব্বান জানান। আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি স্থানীয় সরকার প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সিভিল সোসাইটির সম্মিলিত উদ্যোগে জঙ্গিবাদ নির্মূল করার সমন্বিত কার্যক্রমে সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।