Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬: হোসেন, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা রাজারামপুর ঘাটপাড়া গ্রামের জাল দলিল সৃষ্টিকারীরা থানার আদেশ অমান্য করে এবং ৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষের জমিতে লাগানো গাছ জোর পূর্বক কেটে নিয়ে যান। থানায় অভিযোগ করেও তারা কোন প্রতিকার পায় নি। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ঘাটপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র মোঃ আনোয়ার হোসেনের ফুলবাড়ী থানায় দায়ের করা অভিযোগে সূত্রে জানা যায়, শিবনগর ইউপির ঘাটপাড়া গ্রামের মৃত ওমর উদ্দিন এর পুত্র মোঃ ওসমান গণি, মৃত তফিল উদ্দিনের পুত্র মোঃ বাবু মিঞা (৩৬) মোঃ দুলাল হোসেন (৩২), মোঃ আলম (২৫), আছির উদ্দিনের পুত্র মোঃ ফয়জার আলী (৪৭) ও মোঃ ফয়জার আলীর পুত্র মোঃ শফিকুল ইসলাম (২৮), মৃত ইসলামের পুত্র মিন্টু মিঞা (৩০), মোঃ এরমান আলী (২২), মোঃ শমসের আলীর পুত্র মোঃ তারিক হোসেন (২২) মোঃ ইয়াকুব আলীর পুত্র মোঃ সুলতান (৪৫) তারা গত ২৯/০৭/২০১৬ ইং তারিখে সকাল ৯টায় দলবদ্ধ হয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ইসমাইল হোসেনের রেকর্ডীয় সম্পত্তির উপর লাগানো ৪টি গাছ যাহার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা জোরঃপূর্বক কেটে ফেলে। এ ঘটনা ঘটার পর ইসমাইল হোসেনের পুত্র মোঃ আনোয়ার হোসেন বাদি হয়ে ১০ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ফুলবাড়ী থানার পুলিশ সকার ১১টায় ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থানায় কাগজপত্র নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য যে, রাজারামপুর মৌজার ৩৫৯ খতিয়ানের ৩৬০৯ দাগে ২১ শতকের মধ্যে ৭ শতক জায়গা তারা রেকর্ডীয় মালিকের ওয়ারিশ সূত্রে ঐ জমির মালিক। তারা কাগজপত্র সহকারী কমিশনার (ভূমিতে) দাখিল করলে সহকারী কমিশনার (ভূমি) উক্ত কাগজপত্র যাচাই বাছাই করে তাদেরকে খারিজ খাজনা ও ডিসিআর প্রদান করেন। বৈধ কাগজপত্র থানা সত্বেও উক্ত ব্যক্তিরা ইসমাইল হোসেনের পরিবারকে নানা ভাবে অর্থনীতিকভাবে ক্ষতি গ্রস্ত করছে। গত ১৮/০৭/২০২১৬ ইং তারিখে দিনাজপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে উক্ত জমির উপর ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারা থাকার পরেও প্রতিপক্ষরা জমির গাছ পালা কেটে ফেলেন। এতে ১৪৪ ধারা ভঙ্গ করেন। গত ১১/০৭/২০১৬ ইং তারিখে ফুলবাড়ী থানা উভয়পক্ষকে ডেকে তাদের কারকি কাগজপত্র আছে তা যাচাই বাছাই করে দেখেন। এতে প্রতিপক্ষদের কয়েকটি দলিল ছাড়া আর কোন কাগজপত্র দেখাতে পারেননি। এমনকি ঐ দলিলের খারিজ খাজনা আনুষাঙ্গিক অন্যান্য কাগজপত্র কিছুই নাই। ফলে ফুলবাড়ী থানা প্রতিপক্ষকে আদালতে মামলা করে রেকর্ড সংশোধন করে ঐ জমিতে যাওয়ার নির্দেশ দেন। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে প্রতিপক্ষকে জানান। কিন্তু প্রতিপক্ষ গংরা শক্তিশালী ও লাঠিয়াল বাহিনী হওয়ায় তারা গত ২৯/০৭/২০১৬ ইং তারিখে জোর করে ঐ জমির গাছ কেটে ফেলেন। সাংবাদিকেরা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার ভিডিও ও তথ্য সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষরা তাদের কাজে বাধা প্রদান করেন এবং ভয়ভীতি দেখান। গাছ কেটে ফেলার পর প্রতিপক্ষরা ইসমাইল হোসেনের পরিবারকে বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আনোয়ার হোসেন ন্যায় বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলীর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, বিষয়টি দেখছি।