খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬: : কুড়িগ্রামের নাগেশ্বরীতে কাঁদাযুক্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় রাস্তার মাঝে আমন রোপা লাগিয়ে তীব্র প্রতিবাদ করেছে সেখানকার এলাকাবাসী। জানা যায়, জেলার নাগেশ্বরী উপজেলা সদর থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে সন্তোষপুর ইউনিয়নের তালতলা সাত ভাইয়ের বাড়ী থেকে কুটি নাওডাঙ্গা স্কুলের হাট,তালেপের হাট হয়ে বয়তুল্যার মোড় পর্যন্ত ৫ কিলোমিটার কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে প্রতি বর্ষা মৌসুমে পানি ও কাঁদায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্ষার এ মৌসুম মানুষ অতিষ্ট হয়ে যায় চলাচল করতে না পেরে। জনগুরুত্বপূর্ণ এমন একটি রাস্তা দিয়ে প্রতিদিন ৫টি গ্রামের মানুষ নাগেশ্বরী উপজেলাসহ কুড়িগ্রাম জেলায় আসা যাওয়া করে। তাছাড়া ওই এলাকার কৃষকদের উৎপাদিত ফসল বেচাকেনার জন্য বিভিন্ন হাট বাজারে যেতে হয় ওই রাস্তার ওপর দিয়ে অনেক কৃষককে। গত কয়েকদিনের ঘন বৃষ্টিতে এ রাস্তাটি পানি ও কাঁদা মিশিয়ে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। বেশ কদিন যাবত মোটর সাইকেল, বাই সাইকেল, ঠেলা গাড়ী, ভ্যান গাড়ী, অটোরিক্সা, রিক্সাসহ বিভিন্ন ধরনের যানবাহন একেবারেই চলাচল করতে পারছে না। এমনকি সাধারণ পথচারীরা পথ চলতে চরম দূর্ভোগে পড়েছেন।এমতাবস্থায় শুক্রবার এলাকাবাসী অতিষ্ট হয়ে ওই রাস্তার উপর আমন ধানের রোপা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং দ্রুত এ রাস্তা পাঁকা করণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছে।তা না হলে তারা আরো বৃহৎ কর্মসূচি দেবেন বলে স্থানীয়রা জানিয়েছেন।