Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬: আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি এক নাগরিক খুন হয়েছেন। তিনি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের মৃত রশিদ সর্দারের ছেলে মো. বাচ্চু সর্দার (৪৫)। গত ২৪ জুলাই রাতে হোটেলে কর্মরত অবস্থায় তিনি খুন হন। ঘাতকেরা পাকিস্তানি নাগরিক বলে জানান গেছে। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।
বাচ্চু মিয়ার চাচাতো ভাই মো. জাবেদ আহম্মেদ রমজান জানান, সাত-আট বছর আগে দুবাই পাড়ি জমান বাচ্চু মিয়া। সেখানে একটি হোটেলে চাকরি করতেন তিনি। গত রোববার রাত পৌনে একটার দিকে রেস্টুরেন্টের কাজ শেষে অন্যান্য কর্মচারীদের সাথে ঘুমাতে যান। এসময় কয়েকজন পাকিস্তানি নাগরিক খাবার নিতে চাইলে বাচ্চু মিয়া তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ অবস্থায় তারা রেস্টুরেন্টে ঢুকে অতর্কিত ছুরি, লাঠি নিয়ে হামলা চালায়। তার চিৎকারে রেস্টুরেন্টে খাকা কর্মচারীরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করে তারা। এক পর্যায়ে বাচ্চু মিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়।
পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ পাকিস্তানিকে আটক করেছে।