খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন শুরু করেছেন। আশা করি অচিরেই জঙ্গিরা বাংলাদেশ থেকে নির্মূল হবে।’
তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য হয়ে গেছে। যারা (বিএনপি) জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে শুধু তারা এই ঐক্যে নেই।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও মহিলা আইনজীবী পরিষদের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
জঙ্গিদের নিয়ে বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন ও হান্নান শাহের বক্তব্যর সমালোচনা করে শাজাহান খান বলেন, তাদের বক্তব্য বিএনপির মুখোশ খুলে দিয়েছে। বিএনপি নেতারা জঙ্গিবাদের পক্ষে কথা বললে জনতার রোষ থেকে রেহাই পাবে না।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে মানববন্ধনে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এম এ করিম, অরুণ সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।