Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: ডোপ সংক্রান্ত ঘটনায় আবারো রাশিয়ার জন্য বড় দুঃসংবাদ বয়ে আনলো ভারোত্তোলক দল। রিও গেমসে আট সদস্যের শক্তিশালী রাশিয়ান ভারোত্তোলক দলের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ও মহিলা ভারোত্তোলকরা রয়েছেন।
এ সম্পর্কে আন্তর্জাতিক ভারোত্তোলক ফেডারেশন (আইডব্লিউএফ) এক বিবৃবিতে জানিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে ভারোত্তোলনের গুরুত্ব বেশ কয়েকবার খর্ব হয়েছে শুধুমাত্র রাশিয়ার কারণে। সে কারণেই আইডব্লিউএফ এই ধরনের কঠিন সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছে।
এই নিয়ে রিও গেমস থেকে ১১৭ জন রাশিয়ান প্রতিযোগি বহিষ্কৃত হলো। এর মধ্যে সর্বোচ্চ ৬৭ জন ট্র্যাক এন্ড ফিল্ডের। রাশিয়ান অলিম্পিক কমিটি রিও গেমসে অংশগ্রহণের জন্য ৩৮৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল।
লন্ডন অলিম্পিকে আরটেম ওকুলোভ বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়েছিলেন। এছাড়া আলবেগভ ব্রোঞ্জ ও মহিলা ভারোত্তোলক কাশিরিনা রৌপ্যপদক জয় করেছিলেন।
আইডব্লিউএফ বিবৃতিতে আরো জানিয়েছে, এন্টি ডোপিং আইন ভাঙ্গার জন্য কাশিরিনা ও রোমানোভার মনোনয়ন আগেই প্রত্যাহার করে নিয়েছিল রাশিয়া অলিম্পিক কমিটি।