Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: Pic 30-07-16 (2)দেশের অর্থনীতি ও পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর এবং স্বার্থ বিরোধী রামপাল চুক্তিতে জনগণের সম্মতি না থাকলেও সরকার সুন্দরবন ধ্বংস করে ভারতের স্বার্থ রক্ষায় করছে বলে অভিমত প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

আজ শনিবার দুপুরে নয়াপল্টস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘দেশের স্বার্থ বিরোধী রামপাল চুক্তি বাতিলের দাবীতে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
ন্যাপ নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু‘র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, ন্যাপ সম্পাদক মোঃ কামাল ভুইয়া, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মোঃ আনছার রহমান শিকদার, যুব নেতা জিল্লুর রহমান পলাশ, আবদুল্লাহ আল মাসুম, শ্রমিকনেতা আবদুল্লাহ আল কাউছারী, স্বেচ্ছাসেবক নেতা আবদুর রহিম বাদশাহ, নারী নেত্রী নারী নেত্রী বাসন্তি বরুয়া বাবলী, ছাত্র নেতা ছাত্রনেতা এইচ.এম. মেহেদী হাসান প্রমুখ।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, সুন্দরবন রক্ষা করতে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকেই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশি-বিদেশি শোষকদের ষড়যন্ত্রে বাংলাদেশের ফুসফুস সুন্দরবন চরম হুমকির মুখে। রামপাল চুক্তি বাস্তবায়নে দেশের পরিবেশ হুমকির মুখে পড়বে। প্রকৃতির মহাপ্রাণ সুন্দরবনকে রক্ষা করতে হবে।
‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশের পরিবেশের কোনো ক্ষতি হবে না’ ভারতীয় হাইকমিশনারের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ‘আপনি বিজ্ঞ মানুষ, পরিবেশ নিয়ে যদি আপনার এতোই জ্ঞান থাকে তাহলে এই প্রকল্পটি কেন ভারতে বাস্তবায়ন করছেন না ? বাংলাদেশের পরিবর্তে ভারতে করুন। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা এমনটা বলতে পারবেন না যে- দেশ যখন জঙ্গি হামলায় জর্জরিত, তখন এ রামপাল নিয়ে প্রশ্ন তুলে গোলযোগ করছেন। জঙ্গি হামলা যেভাবে দেশের মানুষের জীবন মরণের প্রশ্ন, তেমনই সুন্দরবন রক্ষা করা একটা জাতীয় কর্তব্য।’
সভাপতির বক্তব্যে সৈয়দ শাহজাহান সাজু বলেছেন, দেশের মানুষ যখন জঙ্গি হামলায় আতঙ্কিত তখনই চুপিসারে জনগণের মতামত ছাড়াই এ চুক্তি করা হয়েছে। গণবিরোধী এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। দেশের প্রকৃতির প্রাণ সুন্দবনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।