Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: হোসেন, দিনাজপুর : দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের গুচ্ছ গ্রাম এলাকায় থাইল্যান্ডের উন্নত জাতের পেয়ারার বাগান করে সাবলম্বী হয়েছে জাহাঙ্গীর আলম। ঢাকা ডেমরা থানার স্থানীয় বাসিন্দা মৃত আব্দুল মান্নান এর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম ভারতের দিল্লীতে জিরো বাজেট ন্যাচারাল ফার্মিস্ট এ প্রশিক্ষণ নিয়ে দেশে এসে সুদুর পল্লীতে অন্যের ১৪ বিঘা জমিতে ৫ বছর মেয়াদী চুক্তিভিত্তিতে ২০০৯ সালে ১৪০০ পেয়ারা চারা রোপণ করে ১টি বাগান করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও ৫টি বাগান করেন। এখন তার ৪২ একর জমিতে মোট ৬টি বাগানে ২২ হাজার গাছ রয়েছে। গাছ লাগানোর ৯ মাসের মধ্যে ফল দেওয়া শুরু করে। বর্তমান বাগানে প্রতিদিন ১শত নারী পুরুষ শ্রমিক পরিচর্যার কাজ করে। বাগান লাগার পর থেকে তার ব্যায় হয়েছে ১ কোটি টাকা। প্রতি বছর বাগান থেকে ১২ থেকে ১৪ লাখ টাকা। পেয়ারা বাগানের ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা স্থানীয় বাসিন্দা। তিনি জানান, আমি বাগান দেখাশুনা করি। পেয়ারা বাজারজাত করার জন্য আমাদের লোক রয়েছে। আমরা এখান থেকে ওজন ও প্যাকেট জাত করে যানবাহনে ঢাকা ও সিলেটে পাঠিয়ে দেই। বাগানের মালিক জাহাঙ্গীর আলম জানান, কীটনাশক ওষুধ ছাড়াই প্রাকৃতিক পরিবেশেই পেয়ারা চাষ করা হচ্ছে। প্রতিটি পেয়ারার ওজন ৫০০ থেকে ১০০০ গ্রাম। প্রথমে অনেক কষ্ট করেছি। বর্তমান তার সুফল পাচ্ছি। আগামীতে আরও জায়গা ভাড়া নিয়ে বাগানের প্রশস্ত বাড়ানো হবে। তবে বাজার জাত করার জন্য আরও অন্যান্য বড় শহরে এই থাই পেয়ারার চাহিদা রয়েছে। আমরা সেই জায়গা গুলিতে পাঠানোর ব্যবস্থা করছি।