খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: আলম,কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী যৌথ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজ, বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ, পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়, বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও বালারহাট ডিএস দাখিল মাদরাসার সহ¯্রাধিক শিক্ষার্থী, শিক্ষক/কর্মচারী, অভিভাবক ও সূধীজন সমন্বয়ে র্যালী শেষে বালারহাট বাজারে মানববন্ধন ও সমাবেশ করে । সমাবেশে অধ্যক্ষ আলহাজ্ব তোফাজ্জল হোসেন চৌধুরী, অধ্যক্ষ ফাতেমা খাতুন, প্রধান শিক্ষক আজিজার রহমান, সৌরেন্দ্র নাথ গোস্বামী, মাদ্রাসা সুপার উমর আলী, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, যুবলীগের সাঃ সম্পাদক হামিদুল ইসলাম হিমু, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন ।