Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডীনস্ ভবনের পেছন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টুকিটাকি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সামবেশে বক্তারা বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করার প্রক্রিয়া চলছে। তাই এ প্রচেষ্টা ব্যর্থ করার জন্য যত বাধায় আসুক, আমরা আন্দোলন চালিয়ে যাবে। আমরা সুন্দরবন নষ্ট করে বিদ্যুৎ চাই না। বিদ্যুৎ হয়তো আরো অন্য কোনো উপায়ে উৎপাদন করা সম্ভব হবে। কিন্তু সুন্দরবন একবার নষ্ট হলে তা আর সৃষ্টি করা সম্ভব হবে না। সমাবেশে ২৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার সময় তেল-গ্যাস রক্ষা কমিটির ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা প্রকাশ করেন বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন, ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাদিক প্রমুখ।