Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: : মুন্সীগঞ্জে ময়লা ও আবর্জনা থেকে খাবার তুলে খেয়ে বেঁচে আছেন শত বছর বয়সী বৃদ্ধ । এই শিরোনামে বিভিন্ন পত্র- পত্রিকায় প্রকাশ হওয়ার পর দেশব্যাপী আলোরন সৃষ্টি হয়। সংবাদটি পড়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল বিষয়টি গুরুত্বসহকারে দেখেন। সেই সাথে বৃদ্ধ খুঁজে বের করে তার চিকিংসাসহ সব ধরনের দায়িত্ব নেওয়ার ঘোষনা প্রদান করেন। প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ ( শিক্ষা, আইসিটি ও সার্বিক ) শুক্রবার বিকাল থেকে বৃদ্ধকে খুঁজে বের করার জন্য হাসপাতালে ছুটে যান। অনেক খোঁজাখুজির পর রাত ৯ টার দিকে বৃদ্ধটিকে খুঁজে বের করতে সক্ষম হন জেলা প্রশাসক। পরে বৃদ্ধটিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নীচ তলার পুরুষ ওয়ার্ডের ৬ নং বেডে ভর্তি করেন। জেলা প্রশাসকের নির্দেশ ক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ বৃদ্ধটির পরিবার পরিজনদের খুঁজে না পাওয়া পর্যন্ত বৃদ্ধের সকল চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালের ডাক্তারদের নির্দেশ দেন। এ সময় বৃদ্ধটিকে খাবারের পাশাপাশি ফলমূল, ডিম, দুধ, কলাসহ পুষ্টিকর খাবার কিনে খাওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ মহোদয়। এ সময় হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বলেন, এই বৃদ্ধটির পরিবার পরিচজনদের খুঁজে না পাওয়া পর্যন্ত তার সব ধরনের চিকিৎসার এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার সব দায়ভার জেলা প্রশাসন বহন করবে বলে ঘোষনা করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর-রশিদ (শিক্ষা, আইসিটি ও সার্বিক), নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী,বিশিষ্ট সাংবাদিক তানভীর হাছান, জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ এর সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পদক এম এম রহমান , সদস্য শাহিন মিয়া,কায়ছার সামির প্রমুখ।