Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: জঙ্গিবাদে ঝুঁকে পড়ার জন্য শিক্ষকদের ব্যর্থতাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত ‘ইসলামের আলোকে জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এইচ টি ইমাম এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘শিক্ষকরাই দায়ী। কাজেই আমি মনে করি আমাদের প্রত্যেকটি শিক্ষকের পেছনটা দেখা উচিত এবং অন্যান্য ক্ষেত্রেও সব জায়গাতেও এখন আর খাতিরের সময় নাই। এখন আর এই প্রশ্রয় দেওয়ার আর কোনো সময় নাই।ৃএই মওদুদীবাদের শিক্ষা যদি আমরা উৎখাত না করতে পারি তাহলে কিছুই হবে না।’
এইচ টি ইমাম বলেন, নামী অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার পরিবেশ নেই। সিলেবাস ও পাঠদানে সঠিক শিক্ষা দেওয়া হয় না বলেই শিক্ষার্থীরা বিপথে যাচ্ছে। এ সময় দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে আলেম ওলামা, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় অংশ নিয়ে ইসলামে জঙ্গিবাদের বিরুদ্ধে কী বলা হয়েছে সে বিষয়ে আলোকপাত করেন ইসলামপন্থী কয়েকটি দলের নেতারা।