Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: চট্টগ্রাম দক্ষিণ জেলার জুরুরী বর্ধিত সভা গত শুক্রবার সংগঠনের সভাপতি আবু ছালেহ এর সভাপতিত্বে ও জলো সাধারণ সম্পাদক আলমগীর আলমের সঞ্চালনায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আজম সেলিম, মুন্সি আবদুর রউফ সৌরভ, জাহাঙ্গীর আলম, সাংগঠনকি সম্পাদক বাপ্পী চৌধুরী, অভজিৎি ভট্টর্চায্য, র্অথ-সম্পাদক এস এম ফারুক, চন্দনাইশ সভাপতি নাজিম উদ্দীন সম্পাদক সৈকত দাশ, সাতকানিয়া আহবায়ক কাঞ্চন আচার্য্য রাজু, যুগ্ন আহবায়ক রাশেদুল আলম, মুহাম্মদ কায়ছার, লোহাগড়া সভাপতি মুহাম্মদ দস্তগীর, সম্পাদক সাইফুল ইসলাম সহ প্রচার সম্পাদক আবু তাহরে, পটিয়া উপজেলা সিনিয়র সহ-সভাপতি শফর আলী চৌধুরী, অভষিকে ভট্টর্চায্য, সলেমি আলমদার, তুহনি চৌধুরী, অওরঙ্গজবে টটিু, নুর কাদরে চৌধুরী, দলেোয়ার হোসনে, বপ্লিব চৌধুরী সহ জলো উপজলো ইউনয়িন নতেৃবৃন্দ প্রমুখ।
এতে বক্তারা বলনে, নতুন প্রজন্মকে জাতির জনকের আদর্শে গড়ে উঠে এই দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে জঙ্গি ও সন্ত্রাস বাদ মোকাবেলা করে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধ হতে হবে এবং সংগঠনে যাতে ছদ্ধবেশে দেশ বিরোধী জামাত শিবিরের সদস্যরা অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।