Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

70খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: ঝিনাইদহ : ঝিনাইদহে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র‌্যাব)। শনিবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের আরাপপুর ও চাকলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-শহরের আরাপুরের মাস্টারপাড়ার ইউনুচ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০) ও চাকলাপাড়ার মকছেদ আলী মন্ডলের ছেলে রোকনুজ্জামান (২৫)।

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরাপপুর ও চাকলাপাড়ায় ওই দুই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১৮০ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।
ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহম্মেদ সাংবাদিককে জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।