খোলা বাজার২৪, শনিবার, ৩০ জুলাই ২০১৬: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জঙ্গিদের ম“দাতা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি ও জামায়াত মানুষের প্রাণ নেয়। আর শেখ হাসিনা প্রাণ বাঁচায়।’
শনিবার দুপুরে মাগুরা সদর হাসপাতাল প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত কমিউনিটি ক্লিনিকের ‘এ্যাক্টিভেশন ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, জঙ্গিদের সাধারণ ক্ষমা বা আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। জঙ্গিদের ব্যাপারে সরকারের অবস্থান জিরো টলারেন্স।
কারণ হিসেকে তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে শেখ হাসিনার নির্দেশে গুলশান ও কল্যাণপুরে সফলতার সাথে জঙ্গিদের দমন করা হয়েছে।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক প্রমুখ।