Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬: জেদ্দায় চাকরি হারিয়ে গত ৩ দিন যাবৎ অনাহারে দিন কাটাচ্ছে অন্তত ৮০০ ভারতীয় শ্রমিক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, অনাহারে থাকা এসব শ্রমিকদের খাদ্য সরবরাহ করতে এরইমধ্যে তিনি সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাসকে নির্দেশ দিয়েছেন এবং ঘন্টায় ঘন্টায় তিনি শ্রমিকদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ভারতীয় শ্রমিকদের এই বিষয়টি এক ব্যক্তি টুইটার বার্তায় তুলে ধরার পর তা নজরে আসে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের। সূত্র জানিয়েছে, জেদ্দায় ভারতীয় শ্রমিকদের এই সংকট নিরসনে শিগগিরই সৌদি আরব যাচ্ছেন ভারতের পররাষ্ট্রপ্রতিমন্ত্রী ভিকে সিং।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব ও কুয়েতে কাজ ও মজুরি নিয়ে নানা ধরনের সমস্যায় রয়েছে ভারতীয় শ্রমিকরা। তবে সৌদি আরবে শ্রমিকদের পরিস্থিতি বেশি খারাপ।